খোলা আকাশের নিচে জন্ম নিল দুই রোহিঙ্গা শিশু। ঘটনাক্রমে নিউজ টোয়েন্টিফোরের ক্যামেরার সামনে। কোন রকম প্রশিক্ষিত চিকিৎসক ছাড়া অদক্ষ-অপরিচিত এক নারীর সহায়তায়। প্রতিদিনই এভাবে প্রতিকূল পরিবেশে জন্ম নিচ্ছে অনেক বাস্তুচ্যুত শিশু, যার বেশীর ভাগই স্বাস্থ সেবার আওতায় আসছে না। এর রিপোর্টে দেখবো সেই চিত্র। ছবি তুলেছেন আর সঙ্গে ছিলেন ইসমত আরা ইশু।
0 comments:
Post a Comment